২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার (১৪ এপ্রিল) খুলেছে সরকারি অফিস-আদালত, ব্যাংক বিমাসহ সব আর্থিক প্রতিষ্ঠান। এখনো অনেকেই অতিরিক্ত ছুটিতে রয়েছেন। স্বাভাবিক কারণেই আজ সচিবালয়ে তেমন কর্মচাঞ্চল্য নেই। অনেকটা ঢিলেঢালা ভাব।

ঈদের আগে সর্বশেষ কর্মদিবস ছিল গত মঙ্গলবার, ১৮ এপ্রিল। ৫ দিনের ছুটির পর আজ থেকে আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত। তবে নিয়মিত ছুটি শেষ হলেও এর সঙ্গে অনেকে অতিরিক্ত ছুটি নিয়েছেন। ফলে এখনো সবাই ফেরেননি কর্মস্থলে।

সোমবার সকালে সচিবালয়ের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। বেশিরভাগ মন্ত্রণালয়ের কক্ষগুলো ফাঁকা পড়ে আছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেকেই ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে বাড়তি ছুটি নিয়েছেন। তারা আরও পরে কাজে যোগ দেবেন। তাছাড়া নতুন রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠানে যোগ দিতে জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকেই বঙ্গভবনে যান এদিন। এ কারণে সচিবালয় প্রাঙ্গণ বেশ ফাঁকা।

দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে আজ নেই দর্শনার্থীদের ভিড়ও। অথচ স্বাভাবিক সময়ে অত্যন্ত কর্মব্যস্ত থাকে স্থানটি। বেশি দর্শনার্থী না থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাটাচ্ছেন অলস সময়। যারা এসেছেন তারা নিজেদের মধ্যে কুশল বিনিময় করছেন, কোলাকুলি করছেন। অনেকেই ছুটি কাটিয়ে সরাসরি গ্রামের বাড়ি থেকে ব্যাগ নিয়েই সচিবালয়ে প্রবেশ করেছেন।

এ বছর শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। একদিন বাড়তি ছুটি ঘোষণার ফলে টানা পাঁচদিনের ছুটি পান সরকারি চাকুরীজীবীরা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com