ঈদের জামাতের জন্য জার্মানিতে খুলে দেয়া হল গির্জার দরজা

ঈদের জামাতের জন্য জার্মানিতে খুলে দেয়া হল গির্জার দরজা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে স্থানীয় মসজিদে ঈদের জামাতের জন্য মানুষের স্থান সঙ্কুলান না হওয়ায় জার্মানির বার্লিনে মুসলিমরা যাতে ঈদের সময় নামাজ আদায় করতে পারেন তার জন্য একটি গির্জা তাদের দরজা খুলে দিয়েছে।

৪ মে থেকে জার্মানিতে প্রার্থনা স্থলগুলো থেকে খুলে দেয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে যারা প্রার্থনা করবেন তাদের দেড় মিটার (৫ ফুট) দূরত্ব বজায় রাখতে হবে। খবর বিবিসি বাংলা।

বার্লিনের নিউকোলন এলাকার দার আস-সালাম মসজিদ শুক্রবার জুমার জামাতে স্বল্প সংখ্যক মুসল্লির জায়গা দিতে পারে। সামাজিক দূরত্ব মেনে এই সমস্যা সমাধানে এগিয়ে আসে ক্রুজবার্গ-এর মার্থা লুথেরান চার্চ। চার্চ জানিয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গির্জায় জুমার নামাজ আদায় করতে পারবেন।

উল্লেখ্য, বর্তমানে পৃথিবীর আর সব দেশের মত বার্লিনেও করোনা সংকটের কারণে সবরকম ধর্মীয় অনুষ্ঠান নিয়ম অনুযায়ী ও প্রথা মেনে পালন বাধাগ্রস্ত হচ্ছে।

“এট দারুণ একটা ব্যবস্থা এবং এই সঙ্কটের মাঝে রোজার সময় আমাদের খুবই খুশি করেছে,” রয়টার্স বার্তা সংস্থাকে বলেন স্থানীয় ওই মসজিদের ইমাম। “এই মহামারি আমাদের সম্প্রদায়ের মধ্যে ঐক্য তৈরি করেছে, সঙ্কটই মানুষকে কাছে নিয়ে আসে।” “কিন্তু এখানে নামাজ আদায় করতে অদ্ভুত লাগছিল, ভেতরে বাজনা আছে, ছবি আছে,” বলেন নামাজী সামির হামদুন, “ইসলামের প্রার্থনাস্থলে তো এসব থাকার কথা নয়।”

এমনকী ওই গির্জার যাজকও নামাজে অংশ নিয়েছেন। “আমি জার্মান ভাষায় বক্তৃতা করেছি,” জানান মনিকা ম্যাথিয়াস। “আর নামাজের সময় আমি শুধু একটা কথাই বলেছি- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরাও তো একইভাবে উদ্বিগ্ন এবং আমরা আপনাদের কাছ থেকেও শিখতে চাই।” “একে অপরের প্রতি এই শ্রদ্ধাবোধটা খুবই সুন্দর,” বলেন গির্জার যাজক মনিকা ম্যাথিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *