৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ৯ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় উখিয়ার পান বাজার সংলগ্ন বালুখালী ক্যাম্প-৯ জি-টু ব্লকে আগুন লাগে। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-৮ (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান গণমাধ্যমে বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এপিবিএন সদস্যরা। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রাত পর্যন্ত পাওয়া হিসেবে ৩৫টি ঘর পুড়ে গেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ বলেন, ‘সন্ধ্যায় হঠাৎ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহায়তায় আগুন নেভায়। এ ঘটনায় ৩৫টি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’
একই ক্যাম্পে গত ২২ মার্চ আগুনে পুড়ে মারা যায় ১১ জন রোহিঙ্গা। সেসময় ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল।