২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

উখিয়ায় গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়ার দুবৃর্ত্তের গুলিতে ২৭ বছর বয়সী রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ক্যাম্প ১২ জি-৭ এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হাফেজ মাহবুব উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/ডি-৯ এর সৈয়দ আমিনের ছেলে।

স্বজনদের বরাতে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সন্ধ্যায় মাহবুবকে লক্ষ্য করে ছয় জনের একটি অস্ত্রধারী দল দুই রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তার বুকে গুলি লাগে। পরবর্তীতে স্থানীয়রা গুলিবিদ্ধ মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত মাহবুব ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন তিনি।

এ কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com