উগ্রতা বা চরমপন্থা কওমীকে ক্ষতি করতে পারে

উগ্রতা বা চরমপন্থা কওমীকে ক্ষতি করতে পারে

গ্রন্থলোক । লাবীব আবদুল্লাহ

উগ্রতা বা চরমপন্থা কওমীকে ক্ষতি করতে পারে

লেখক গোলাম রব্বানীর লেখা পড়েছি মাসিক আত তাওহিদ ম্যাগাজিনে৷ দৈনিকেও৷ সরসরি দেখা হয়নি আমার তবে দীর্ঘ কথা হয়েছে৷ তিনি কওমী মাদরাসার সংকট সম্ভাবনা নিয়ে ভাবেন৷ চিন্তাশীল আলেম৷ কলেজেও পড়েছেন৷

এই বইয়ে কওমীর সামাজিক শক্তি, সরকারী স্বীকৃতির রসগোল্লা, শাপলার রক্তাক্ত অধ্যায়সহ আরও কিছু বিষয় লিখেছেন৷ তিনি ১৯৮৮ সাল থেকে লেখালেখি করেন পত্রপত্রিকায়৷ প্রকাশিত বই এটিই প্রথম বইয়ের ভূমিকা পড়ে জানলাম৷

লেখক নিজে বইটি হাদিয়া পাঠিয়েছেন৷ নিজে লিখে নিজ খরচে প্রকাশ করে আবার হাদিয়া পাঠানোর জন্য লেখকদের উদার ও ফতুর হতে হয়! তিনি মনে করেন আমিও লেখালেখি করি তাই মুফতে পাঠালেন হাদিয়া৷ আমিও গ্রহণ করলাম৷ সুন্দরবনের দ্রুত সেবায় পেলাম দ্রুত৷

সম্ভবত এই লেখক বইটিসহ হয়রানির শিকার হয়েছেন গতকাল৷ তথ্যসন্ত্রাস বা ভুল তথ্যের কারণে৷
বইটি যেহেতু পড়ার টেবিলে তাই বিস্তারিত লিখতে পারছি না তবে পাঠকের সঙ্গে লেখকের ভিন্নমত থাকতেই পারে৷

তবে কওমী মাদরাসায় উগ্রপন্থা বা চরমপন্থা কওমীকে ক্ষতি করতে পারে৷ কওমীকে সজাগ থাকতে হবে৷ দাওয়াহ চিন্তায় সমাজবাস্তবতা মেনে কর্মসূচি ও চিন্তার চর্চা ভালো৷

একুশ শতকের চাহিদা উপলব্ধি করেই কওমী অঙ্গনের মানুষেরা কাজ করবে এই প্রত্যাশা করা যেতে পারে। অন্যথায় দীর্ঘমেয়াদী সংকটের সম্ভাবনা প্রকট৷ আমার এই কথার সঙ্গে লেখকের বইয়ের কোনো সম্পর্ক নেই৷ লেখকের প্রতি ভালোবাসা৷ বইটির ছাপা, কাগজ ও অঙ্গসজ্জা আরও ভালো হলে ভালো লাগতো৷

গ্রন্থ : কওমী জগৎ হেফাজতে ইসলাম ও প্রসঙ্গকথা

লেখক : মুহাম্মদ গোলাম রব্বানী ইসলামাবাদী

নির্ধারিত মূল্য : ৬০ টাকা

পৃষ্ঠা : ১১৪

বই পেতে : 01681463910 (প্রকাশক)

ময়মনসিংহ থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *