উচ্চ আদালতে জামিন আবেদন বিএনপির নাটক : হাছান

উচ্চ আদালতে জামিন আবেদন বিএনপির নাটক : হাছান

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন বিএনপির নাটক মঞ্চস্থ ছাড়া কিছুই নয়। তারা বেগম জিয়ার মুক্তির ব্যাপারে আন্তরিক নয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট আয়োজিত কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান বলেন, বিএনপির নেতারা বলেছেন বেগম খালেদা জিয়া জেলে থাকলে প্রতিদিন তাদের ভোট বাড়ে। যেই নেতারা মনে করেন খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে। তারা নিশ্চয়ই চাইবে না বেগম জিয়া জামিনে বেরিয়ে আসুক।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির নেতার বলেছেন তারা নাকি ভিন্ন কৌশলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবেন। এ ক্ষেত্রে তাদের কৌশল দুটা হতে পারে। একটি হচ্ছে পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে মারা, অপরটি ষড়যন্ত্র।

হাছান বলেন, ষড়যন্ত্রের কথাটি ড. কামাল হোসেন মুখ ফসকে বলে দিয়েছেন জাতীয় নির্বাচনও স্থগিত হতে পারে। এ বক্তব্যের মাধ্যমে ড. কামাল হোসেনদের ষড়যন্ত্র বেরিয়ে এসেছে। দেশে গণতন্ত্রের ধারা অব্যহত থাকুক এটা তারা চায় না। কামাল হোসেনরা ১/১১ সরকারের কুশিলব ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি আইনি ফতোয়া দিয়ে বলেছিলেন এ সরকার তিন মাস নয় বা আরও দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারবে।
গাজীপুর সিটির নির্বাচন স্থগিতের বিষয়ে তিনি বলেন, নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ হতাশ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সংসদ সদস্য চিত্র নায়িকা সারাহ বেগম কবরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *