উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ করে রংপুরসহ উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরাঞ্চল। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে সড়ক মহাসড়ক দিয়ে। ঘন কুয়াশার ফলে সড়ক দুর্ঘটনার শঙ্কাও বেড়ে গেছে।

রংপুর ঢাকা মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীতে ও কুয়াশার ফলে সিএনজি পিকআপের সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

গত দুদিন ধরে রংপুরসহ উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। পড়ছে বৃষ্টির মতো কুয়াশা। এর ফলে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। রংপুরসহ উত্তরাঞ্চলের জেলায় জেলায় প্রচণ্ড ঠাণ্ডা আর কুয়াশা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছে মানুষ। এই আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ২৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানান চিকিৎসক।

আবহাওয়া দপ্তরের তথ্যমতে, রংপুরে আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৪ ডিসেম্বর) রংপুরসহ উত্তরাঞ্চলে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আগামী দুই সপ্তাহে ঠাণ্ডা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তীব্র ঠাণ্ডা আর ঘন কুয়াশায় সবচেয়ে বিপাকে রয়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। অনেকে ঘন কুয়াশার ফলে ঘর থেকে বের হতে পারছেন না।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, গত দু’দিন ধরে রংপুর জেলায় তাপমাত্রা উঠানামা করছে। আগামী দুই সপ্তাহ আরো ঠাণ্ডা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে রংপুরসহ উত্তরাঞ্চলে। তবে দীর্ঘদিন স্থায়ী হবে না এ কুয়াশার তীব্রতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *