পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে বিভিন্ন জেলা উপজেলায় নির্মাণ করা আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার এসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, সোমবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধর্ম প্রতিমন্ত্রী এম ফরিদুল হক খান বলেছেন, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে দ্বিতীয় পর্বে এসব মসজিদের উদ্বোধন করবেন তিনি। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করছে প্রধানমন্ত্রী।
এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপের ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।