এআইয়ের কারণে ঝুঁকিতে পড়তে যাচ্ছেন যে ২০ ধরনের পেশাজীবী

এআইয়ের কারণে ঝুঁকিতে পড়তে যাচ্ছেন যে ২০ ধরনের পেশাজীবী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গত বছরের নভেম্বরে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মুক্ত করে। চ্যাটজিপিটি দ্রুত জনপ্রিয়তা পাওয়ার কারণে বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট তৈরি করার পাশাপাশি ব্যবহারও শুরু করেছে। যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ পরিচালিত নতুন এক সমীক্ষায় দেখা গেছে, অন্তত ৩০ শতাংশ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব। ফলে ভবিষ্যতে এসব কাজের সঙ্গে জড়িত পেশাজীবীরা ঝুঁকিতে পড়বেন। উচ্চ ঝুঁকিতে থাকা পেশাগুলো দেখে নেওয়া যাক।

সমীক্ষায় দেখা গেছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পেশার মধ্যে রয়েছে আর্থিক, আইন, ব্যবসা, ব্যবস্থাপনাসংক্রান্ত পদ। এআইয়ের কারণে যেসব পেশাগত পদ ঝুঁকিতে রয়েছে, তার তালিকা দেখে নেওয়া যাক।

১. ব্যবসা বিশ্লেষক ও ব্যবস্থাপনা পরামর্শক
২. আর্থিক ব্যবস্থাপক ও পরিচালক
৩. হিসাবরক্ষক
৪. মনোবিজ্ঞানী
৫. ক্রয় ব্যবস্থাপক ও পরিচালক
৬. অর্থনীতিবিদ ও পরিসংখ্যানবিদ
৭. ব্যবসা ও আর্থিক প্রকল্প ব্যবস্থাপনা পেশাজীবী
৮. অর্থ ও বিনিয়োগ বিশ্লেষক এবং উপদেষ্টা
৯. আইনবিষয়ক পেশাজীবী
১০. ব্যবসার সহযোগী পেশাজীবী
১১. ক্রেডিট কন্ট্রোলার
১২. আইনজীবী
১৩. পুরকৌশলী
১৪. শিক্ষা উপদেষ্টা ও স্কুল পরিদর্শক
১৫. মানবসম্পদ ও প্রশাসনিক পেশাজীবী
১৬. ব্যবসা, গবেষণা ও প্রশাসনিক পেশাজীবী
১৭. আর্থিক ব্যবস্থাপক
১৮. হিসাবরক্ষক, অস্থায়ী ব্যবস্থাপক ও মজুরিভিত্তিক করণিক
১৯. সরকারের প্রশাসনিক পেশাজীবী
২০. বিপণন পেশাজীবী

সূত্র: ম্যাশেবল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *