এই মুহূর্তে দেশের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী

এই মুহূর্তে দেশের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে : কৃষিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশে কৃষিখাতের উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে সহযোগিতা করে যাচ্ছে। আমরা দেশের ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের খাদ্যের ঝুড়ি সবসময় ভরপুর রাখতে চাই। এই মুহূর্তে আমাদের ঝুড়িতে পর্যাপ্ত খাদ্য আছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর কাছে পরিচয়পত্র জমা দেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনিযুক্ত বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। এসময় কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এফএওর প্রতিনিধিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় খাদ্য ঘাটতি দেখা দেয়। সেজন্য, খাদ্য উৎপাদন আরো বাড়াতে ও টেকসই করতে এফএওর আরো বেশি সহযোগিতা প্রয়োজন।

এফএওর প্রতিনিধি জিয়াওকুন শি বাংলাদেশে সহযোগিতা আরো বাড়াতে উদ্যোগ গ্রহণ করবেন বলে এসময় মন্ত্রীকে জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *