১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ দুই কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বালুরঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলো-উপজেলার বালুরঘাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে পৃথিবী (১৬) ও উজানচর নওপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে ফয়সাল (১৪)। এর আগে বিকাল ৪টার দিকে মরিচারচর বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয় ওই দুই কিশোর।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে যাত্রী পারাপার করছিল ফয়সাল। বিকালে গোসলে নেমে পৃথিবীকে ডুবে যেতে দেখে বাঁচাতে ঝাঁপ দেয়। এতে সেও নিখোঁজ হয়। এরপর থেকে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাতে দুই জনের লাশ উদ্ধার করা হয়।