পাথেয় টোয়েন্টিফোর ডটকম : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ৩৬১ জনের। শুক্রবার (২৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (২২ জুলাই) খুলনা বিভাগে করোনাভাইরাসে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই সময়ে করোনা শনাক্ত হয় ২১৩ জনের।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। খুলনায় ও যশোরে পাঁচ জন করে, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তিন জন করে, মাগুরায় দুই জন ও ঝিনাইদহে এক জন মারা গেছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৮৫ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৯৩ জন। আর মোট ৫৯ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন।