একুশ হল বইয়ের ভাষা
সহজ সরল ধ্বনি,
বর্ণমালায় আঁকা হবে
মুক্তিসেনার ছবি।
একুশ হল ফুলের মেলা
সাতটি রঙ্গিন শাখা,
গোলাপ গাদা শিমুল ফুলে
শহিদ মিনার আঁকা।
একুশ হল বইয়ের মেলা
রঙিন সুতো ঘাণ
কচি হাতের পরশ পেয়ে
জাগবে সারা প্রাণ।
একুশ হল স্বপ্ন দেখায়
মনে মিলন বাঁশি
বাজবে সানাই মনের কোণে
মন যে ভারি খুশি।
একুশ হল সোনার দেশে
কল্প কথার ঝুড়ি
সবুজ গায়ে ছোট্ট খুকি
কেবল ঘোরাঘুরি।
patheo24/mr