১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একটি এনআইডিতে পাঁচটির বেশি সিম না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির সভাপতি আ স ম ফিরোজ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
আ স ম ফিরোজ বলেন, “বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে জানানো হয়েছে, তারা একটি এনআইডির অনুকূলে ১৫টি সিম নিবন্ধনের সুযোগ দিচ্ছেন। বেশি সিম নিলে তা অপব্যবহারের সুযোগ থাকে। তাই আমরা এই সংখ্যা কমিয়ে ৫টি করার নির্দেশনা দিয়েছি।”
নিয়মিত কর প্রদানকারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে এই সংখ্যা বাড়ানো যেতে পারে বলেও মত দেওয়া হয়েছে বলে জানান আ স ম ফিরোজ। তিনি বলেন, “বিটিআরসি আমাদের সঙ্গে একমত হয়েছে। তারা শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক জানাবে বলে আমাদের জানিয়েছে।”
ফিরোজ জানান, অবৈধ ভিওআইপি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কথা তারা বলেছেন। শুধুমাত্র জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে লাইসেন্স বাতিল করতে বলেছেন। এছাড়াও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন।