এক দিনে আরও ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ১৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জন নতুন ডেঙ্গুরোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১৪৩ জন ঢাকায় এবং বাকি ৫১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের।

রোববার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৫৫ জন ডেঙ্গুরোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৭৫৮ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ৭৪৪ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ১৭ হাজার ৭২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বরে ২২ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *