এক দিন পেছানো হলো বিএনপির সভা

এক দিন পেছানো হলো বিএনপির সভা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরতে আজ শুক্রবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার প্রস্তুতি ছিল বিএনপির। তবে শেষ পর্যন্ত সভাটি আজ না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একদিন পিছিয়ে শনিবার (২ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সভাটি হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়- ২০০১ সালের ১ অক্টোবর নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার দিনটিকে উদযাপন করবে বিএনপি। এ সিদ্ধান্ত থেকেই ১ অক্টোবর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করার কথা ছিল। তবে প্রেসক্লাব কর্তৃপক্ষ শেষ পর্যন্ত সভার অনুমতি দেয়নি।

এ বিষয়ে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের সভায় বহু নেতাকর্মী জড়ো হন। অনেক সময় প্রেসক্লাব প্রাঙ্গণ ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। এতে করে পেশাজীবীদের বিড়ম্বনায় পড়তে হয়। প্রেস ক্লাবের সদস্যদের স্বার্থের কথা বিবেচনা করে আলোচনা সাপেক্ষে এ অনুষ্ঠান প্রেসক্লাবে আয়োজন করতে আমরা না করেছি।

বিএনপিসূত্র জানায়, শনিবারের (২ অক্টোবর) সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারাও আলোচনায় অং নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *