২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করল তালেবান

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফগানিস্তানে সরকারি ও আন্তর্জাতিক সব এনজিওতে নারীদের নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, এনজিওতে কাজ করা নারীরা ঠিক মতো হিজাব না পরে শরিয়া আইন লঙ্ঘন করছে।

বিবিসি জানিয়েছে, তালেবান সরকারের অর্থমন্ত্রণালয় থেকে শনিবার এক চিঠিতে দেশি-বিদেশি সব এনজিওতে নারীদের নিষিদ্ধ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদেল রহমান হাবিব বলেছেন, নিষেধাজ্ঞা জারির বিষয়টি অবগত করতে এনজিওগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই নিষেধাজ্ঞা যদি কোনো সংস্থা অমান্য করে, তাহলে সেই এনজিওর নিবন্ধন বাতিল করা হবে।

নারীদের নিষিদ্ধ করার বিষয়টি জাতিসংঘের বিভিন্ন সংস্থ‍ার ওপরও কার্যকর কি না, তা জানা যায়নি। আফগানিস্তানে ত্রাণ ও উন্নয়ন কাজে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা দেশটিতে কাজ করছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার আফগানিস্তানের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের প্রবেশ নিষিদ্ধ করে তালেবান। পরদিন থেকেই কোনো বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের আর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আফগান নারীরা।

  • সূত্র: বিবিসি

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com