এবার আলো দেবে গাছ!

এবার আলো দেবে গাছ!

পাথেয় রিপোর্ট ● অক্সিজেন, আসবাবপত্রের জন্য কাঠের পাশাপাশি এবার আলোও দেবে গাছ! অবাক হওয়ার মত গল্প নয় এটি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি(এমআইটি)-এর বিজ্ঞানীদের প্রচেষ্টাতেই এই অসম্ভব বিষয়টি এবার বাস্তবায়িত হতে যাচ্ছে। এই বিজ্ঞানীরা গাছের পাতায় বিশেষ ন্যানোপার্টিকলের সাহায্যে ডিন লাইট যুক্ত করার প্রচেষ্টায় রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সফল হলে কাজের জায়গাতে এই গাছের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। বাড়িতে কম আলোর প্রয়োজনীয়তা হোক বা স্ট্রিট লাইট, শোভা বর্ধনের পাশাপাশি চাহিদাও পূরণ করবে এই গাছ৷ কাজ করবে ডেস্ক ল্যাম্পের মতোও।

এমআইটি-র অধ্যাপক মাইকেল স্ট্র্যানো জানিয়েছেন, এনার্জি মেটাবলিজম-এর মাধ্যমে আলো দেবে এই গাছ। একটি বই পড়ার জন্য যথেষ্ট আলো দেবে এই গাছ। এই গ্লোয়িং প্ল্যান্টটি তৈরি করার জন্য এমআইটি ইঞ্জিনিয়াররা লুসিফেরাস নামে একটি এনজাইমকে ব্যবহার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *