পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়েছে। জানা গেছে, ডিমটি ম্যাখোঁর গায়ে লেগেছে। গতকাল সোমবার ফ্রান্সের লিও শহরে এক খাবার অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনা প্রসঙ্গে ফ্রান্সের প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়।
এক ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে ম্যাখোঁর ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সবাই। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতেও দেখা যায় ওই ভিডিওতে।
সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানান, এক তরুণ ডিম নিক্ষেপ করেছে। নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।
এর আগে ২০১৭ সালেও ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়েছে। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। চলতি বছরের জুন মাসে মানুষের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি ম্যাখোঁর গালে চড় বসিয়ে দেয়।
সূত্র: আল-জাজিরা।
ভিডিওটি দেখতে পারেন …
French President Emmanuel Macron was hit with an egg while he was visiting Lyon to promote French gastronomy https://t.co/KGg8devbjn pic.twitter.com/cLUDhfXl64
— Reuters (@Reuters) September 27, 2021