এবার ঈদে পশু বিক্রেতাদের কান্না

এবার ঈদে পশু বিক্রেতাদের কান্না

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু থাকলেও ক্রেতা নেই। দাম না পেয়ে কম দামে গরু ছেড়ে দিচ্ছেন বিক্রেতারা। তারা জানিয়েছেন, কেনা দামের চেয়ে প্রতিটি গরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা করে ঘাটতি দিতে হচ্ছে তাদের। এ অবস্থায় গরু বিক্রি না করে আবার যদি গ্রামের বাড়িতে নিয়ে যেতে হয় তাহলে আরও বেশি খরচ পড়ে যাবে।

ফরিদপুরের ভাঙ্গা করে ১৪টি গরু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহজাহানপুর মুক্তি সংঘের মাঠে এসেছেন মোহাম্মদ দুলাল মিয়া। তার ৬টি গরু এখনও অবিকৃত রয়েছে। গত দুই দিনে বিকৃত প্রতিটি গরুতে ৫ থেকে ১০ হাজার টাকা করে লাভ হলেও আজ সে চিত্র ভিন্ন। যে গরু ৮০ হাজার টাকা বিক্রি করা হয়েছে, সেই গরু এখন ৫০ হাজার টাকাও বলছে না।

তিনি বলেন, ‘গত দুই দিন যে দাম পেয়েছি সেই দাম এখন বলছে না। প্রতিটি গরুতে কেনা দামের চেয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে কম বলছে। গরুগুলো ঢাকায় না এনে যদি গ্রামে বিক্রি করতাম তাহলে আরও বেশি দাম পেতাম। এখন গ্রামে নিতে গেলেও লস হবে।’

একই কথা বলেন রংপুরের ব্যবসায়ী বাহার মিয়া। তিনি বলেন, ‘আমার কান্না ছাড়া আর কোনও উপায় নেই। ২২টি গরু এনেছি। এখন পর্যন্ত বিক্রি করেছি ১০টি। তাও কেনা দামের চেয়ে কমে। বাকিগুলোর দাম বলছে কেনা দামের চেয়েও অনেক কম। এখন বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে পশু বিক্রেতাদের মুখে হতাশা দেখে ইজারাদার বারবার মাইকে নানাভাবে গরু বিক্রি হয়ে যওয়ার আশ্বাস দিচ্ছেন। এর পরও গরু নিয়ে চিন্তা কাটছে না বিক্রেতাদের। অনেকেই গরু গ্রামের বাড়িতে নিয়ে যেতে ইজারাদারের মাইকের মাধ্যমে ট্রাক খুঁজছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *