২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জুন মাসে। মাঝে একমাস বিরতি দিয়ে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পরীক্ষা। গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।
অফিস আদেশটি ইতোমধ্যেই সব শিক্ষা বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, ঢাকা শিক্ষাবোর্ড এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। সেখানে বলা হয়েছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার তিনটি বিষয়ের সিলেবাস সংশোধন করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে। এই তথ্য জানিয়ে সব প্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠায় ঢাকা শিক্ষাবোর্ড। পরিমার্জিত এই পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।