অনলাইন ডেস্ক : ইতালিয়ান সিরি ‘আ’ লিগে এসি মিলানকে পরাজিত করেছে জুভেন্তাস। বুধবার রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোরা ম্যাচটি জিতেছেন ৩-১ গোলে।
প্রতিপক্ষে মাঠে ম্যাচের ১৮তম মিনিটে দিবালার পাসে জুভেন্তাসকে এগিয়ে দেন ফেডরিখ চিয়েসা। ৪১ মিনিটের সময় মিলানের পক্ষে গোল করেন ডেভিড কালাব্রিয়া। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে ম্যাচে আধিপত্য বিস্তার করে জুভেন্তাস। ম্যাচের ৬২ মিনিটে দিবালার পাসে আবারো গোল করেন চিয়েসা। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে জুভেন্তাসকে ৩-১ গোলে এগিয়ে দেন ওয়েস্টন ম্যাককেনি।
ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্তাস। ম্যাচে গোলের দেখা পাননি জুভেন্তাসের পর্তুগিজ তারকা রোনালদো।
এ পরাজয়ের পরও শীর্ষস্থান ধরে রেখেছে এসি মিলান। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৭। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস। ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছে ইন্টার মিলান।