এ বছরই গুলশান হামলার তদন্ত প্রতিবেদন : মনিরুল

এ বছরই গুলশান হামলার তদন্ত প্রতিবেদন : মনিরুল

নিজস্ব প্রতিবেদক ● ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনার তদন্ত এ বছরই শেষ হতে পারে।

শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মনিরুল ইসলাম বলেন, ‘এ হামলায় এখন পর্যন্ত ২০ থেকে ২২ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর মধ্যে ঘটনার দিন পাঁচজন নিহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরো আটজন নিহত হন। ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক রয়েছে। তদন্তে নতুন নতুন তথ্য আসছে। এ বছরের শেষের দিকে গুলশান হামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে পারব।’

গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা চালায় জেএমবির সদস্যরা। এতে ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি। পরদিন সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। এই ঘটনায় পুলিশ গুলশান থানায় মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে কাউন্টার টেররিজম তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *