পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছর হজের জন্য সৌদি আরবে গিয়ে মারা গেছেন ১১৪ জন বাংলাদেশি। এদের মধ্যে পুরুষ ৮৯ ও নারী ২৫ জন। সবশেষ গতকাল শনিবার (২২ জুলাই) মতিউর রহমান (৫৯) নামের এক হাজি সৌদি আরবে মারা যান।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রমতে, এদের মধ্যে মক্কায় ৯৪ মারা গেছেন। এ ছাড়াও মদিনায় সাত জন, জেদ্দায় একজন, মিনায় ৯ জন, আরাফাতে দুজন ও মুজদালিফায় একজন মারা গেছেন।
এদিকে ২২ জুলাই পর্যন্ত দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ৮৯টি, ফ্লাইনাস ৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করছে।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী পরিবহন করে।
সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন হজযাত্রী পরিবহন করেছে। ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পরিবহন করে।