ওবায়দুল্লাহ হামজায় আলোঝলমল পটিয়ার প্রত্যাশা

ওবায়দুল্লাহ হামজায় আলোঝলমল পটিয়ার প্রত্যাশা

ওবায়দুল্লাহ হামজায় আলোঝলমল পটিয়ার প্রত্যাশা

।। মাসউদুল কাদির ।।

আমার দেখা আলেমদের মধ্যে বিস্ময়কর ব্যক্তিত্ব মাওলানা ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুম। তাকে জামিআ ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জামিআ ইসলামিয়া পটিয়ায় সতত সুন্দর যোগ্যতম ব্যক্তির এই পদায়ন খুবই গুরুত্বপূর্ণ ছিল। ২০০৬ সালে আমি খুব কাছে থেকে দেখেছি তাকে। কী দারুণ ভাষা শক্তি তার। মেধায়, যোগ্যতা, দক্ষতায় এবং বহু ভাষায় পারঙ্গম কেতাবি মানুষ তিনি। আমি তার হাত ধরে পটিয়ার আকাশে ইলমে নববীর নূর আরও ভীষণভাবে চমকিত হোক-এটাই প্রত্যাশা করছি।

আমার প্রিয় উস্তাদ আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী দামাত বারাকাতুহুম জামিআ ইসলামিয়া পটিয়ার বর্তমান মহাপরিচালক। সৌভাগ্যক্রমে আমার জীবনের সামান্য সময় পটিয়ায় কাটাতে পেরেছি। অসংখ্য গুণী মানুষের সাহচর্য, ভালোবাসা, আন্তরিকতা এবং শিক্ষা পাওয়ার সুযোগ হয়েছে। পটিয়া অন্য অনেক মাদরাসা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পটিয়া নিয়ে সেই তুলনায় কোনো কিছুই আমরা শুনি না। তার মানে পটিয়া পরিচালিত হচ্ছে যোগ্যতম মানুষের হাতেই। এ কারণেই আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী দামাত বারাকাতুহুম মনোনীত করেছেন আরেকজন যোগ্যতম মানুষকে। মাওলানা ওবায়দুল্লাহ হামজার সঠিক নেতৃত্বে প্রতিষ্ঠানটি মুফতী আযীযুল হক রহ.-এর স্বপ্নের মতো করে এগিয়ে নিয়ে যাবেন বলেই আমরা মনে করি। অভিনন্দন জানাই, আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী দামাত বারাকাতুহুমকে। নতুন দায়িত্বপ্রাপ্ত মাওলানা ওবায়দুল্লাহ হামজাকেও অভিনন্দন জানাই। লাখো লাখো শিক্ষার্থীদের ভালোবাসার এই স্পন্দন জামিয়া পটিয়াকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনায় অবদান রাখবেন। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমীন

আজকে স্মরণ করতে চাই, আমার প্রিয় উস্তাদ শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল গাজী রহ., প্রিয় উস্তাদ আল্লামা সিদ্দীকুল্লাহ রহ., প্রিয় উস্তাদ আল্লামা মুহাম্মদ আইয়ুব রহ., প্রিয় উস্তাদ আল্লামা নুরুল ইসলাম কদীম রহ., প্রিয় উস্তাদ আল্লামা নুরুল ইসলাম জাদিদ রহ., প্রিয় উস্তাদ মোজাফ্ফরআল্লামা মুফতি মুজাফ্ফর আহমদ রহ., প্রিয় উস্তাদ আল্লামা রহমতুল্লাহ রহ.।

আরও একবার যেতে চাই তাদের কবরের পাশে। আমার বিশ্বাস কবরে তারা পরম শান্তিতে আছেন। বেহেশতী এই মানুষদের রুহানী তাওয়াজ্জুহ বড় প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সব তবকার উস্তাদদের যারা বেঁচে আছেন তাদের সুস্থ হায়াত দিন। আর যারা চলে গেছেন সবার কবরকে নূর দিয়ে ভরপুর করে দিন। আমীন

লেখক : প্রেসিডেন্ট, শীলন বাংলাদেশ (সাহিত্য ও সামাজিক সংগঠন)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *