কওমি মাদরাসায় ভর্তি কাজে কোনো বাধা নেই : হাইয়াতুল উলইয়া

কওমি মাদরাসায় ভর্তি কাজে কোনো বাধা নেই : হাইয়াতুল উলইয়া

কওমি মাদরাসায় ভর্তি কাজে কোনো বাধা নেই : হাইয়াতুল উলইয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সবরকমের স্বাস্থ্যবিধি মেনেই কওমি মাদরাসার ভর্তির কার্যক্রম পরিচালনা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ কর্তৃপক্ষ।সরকারের সঙ্গে কয়েক দফা আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন তারা।

রোববার রাজধানীর মতিঝিল পীরজঙ্গী মাদরাসায় এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইয়াতুল উলইয়ার শীর্ষ নেতৃবৃন্দ।

বারিধারা মাদরাসার মুহতামিম মাওলানা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি ছফিউল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

হাইয়াতুল উলয়া কর্তৃপক্ষ জানান, কওমি মাদরাসাগুলো কবে থেকে পাঠদান শুরু হবে বা আবাসিক কার্যক্রম কবে থেকে চলবে তা পরে সিদ্ধান্ত হবে। আপাতত ভর্তি কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পরীক্ষাসহ সব বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখন স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কওমি মাদরাসায় ভর্তি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকা আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী বৈঠকের বিষয়ে বলেন, কওমি মাদরাসার খোলা ও ভর্তির বিষয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। আমাদের জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসায় ভর্তি করতে বাধা নেই।

উল্লেখ্য, এর আগে কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরনের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছিলো । আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকার কথা ছিলো। আগামী সিদ্ধান্ত অচিরেই জানাবে হাইয়াতুল উলইয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *