পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। কক্সবাজার-টেকনাফ সড়কে উপজেলার খুনিয়াপালংয়ে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রামুর তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তিদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উখিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কক্সবাজার যাচ্ছিল। পথে খুনিয়াপালং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেক যাত্রীর মৃত্যু হয়।