কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে বাস্তুচ্যুত মানুষের ওপর এ হামলা চালানো হয়। সেনবাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে নিশ্চিত করেছে।

ইতুরি সেনাবাহিনীর মুখপাত্র জুলেস এনগোঙ্গো জানায়, রোববার রাতে বিদ্রোহীরা ডেডো গ্রাম ঘিরে ফেলে। এ ঘটনায় ছয় শিশু সহ ১২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বলছে, মৃতের সংখ্যা আরো বেশি।

২০১৭ সাল থেকে ওই অঞ্চলে হামলা চালিয়ে আসছে বিদ্রোহীরা। এখন পর্যন্ত অনেক মানুষ নিহত হয়েছে, ঘর ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মুখপাত্র মাথিয়াস গিলম্যান বলেন, হামলা থেকে পালিয়ে শান্তিরক্ষীদের সুরক্ষিত একটি এলাকায় আশ্রয় নিয়েছেন কমপক্ষে ১৬ হাজার মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *