৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

কঙ্গোতে সন্ত্রাসী হামলা, নিহত ৩০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর এক গ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় ৩০ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ঘটনায় হতাহত হয়েছে অনেক।

স্থানীয় সময় শুক্রবার উগান্ডার থেকে উত্তর-পূর্ব সীমান্তের একটি এলাকা ইটুরি প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে জানায় আল জাজিরা। ২০১৭ সাল থেকে প্রায়ই এই এলাকায় বসবাসরত সম্প্রদায়ের উপর নিয়মিত আক্রমণ হয়ে থাকে।

স্থানীয় সিভিল সোসাইটির প্রধান চ্যারিটে বানজা রয়টার্সকে জানান, শুক্রবারের হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছে। সন্ত্রাসীরা বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সম্পত্তি লুট করে বলেও জানান তিনি।

এদিকে অন্যান্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বার্তা সংস্থা এএফপি জানায়, যে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে।

এ ছাড়া ইনোসেন্ট মাতুকাদালা নামে একজন আঞ্চলিক প্রশাসক জানান, যে কিলো ইটাত শহরে ৩৬টি মৃতদেহ পাওয়া গেছে এবং মেটেতে আটটি আর ইটেনডিতে আরো কিছু মৃতদেহ পাওয়া গেছে।

ওই এলাকার আরেক নাগরিক সমাজের নেতা রবার্ট বাসিলোকো এএফপিকে বলেন, এ সন্ত্রাসী হামলায় পাঁচ শিশুসহ ৪৩ জন নিহত হয়েছেন। তিনি বলেন, প্রতিদিনই মৃত্যু হচ্ছে। “আমরা এতে ক্লান্ত।”

এক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রয়টার্স এবং এএফপি বলছে কো-অপারেটিভ বা কোডেকো নামে মিলিশিয়াদের একটি গ্রুপকে হামলার সন্দেহভাজন অপরাধী হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী সহিংসতা এবং নিরাপত্তাহীনতার কারণে গত ছয় বছরে কঙ্গোর ইটুরি প্রদেশে আনুমানিক ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com