কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ফেরিতে উপচেপড়া ভিড়

কঠোর লকডাউনের তৃতীয় দিনেও ফেরিতে উপচেপড়া ভিড়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে থেমে নেই ফেরিতে যাত্রী পারাপার। যাত্রীবাহী পরিবহন পারাপার বন্ধ থাকলেও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে ছোট যানবাহনে ঘাটে আসা যাত্রীরা অনেকটা গাদাগাদি করেই ফেরি হচ্ছেন। মানছেন না কোনো স্বাস্থ্যবিধি।

সরেজমিন রোববার (২৫ জুলাই) ঘাটে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে। ফেরিতে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস পার হতে দেয়া না হলেও প্রাইভেটকার, অ্যাম্বুলেন্সসহ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান পার হচ্ছে।

জানা গেছে, শিমুলিয়া-বাংলাবাজার রুটে আটটি ফেরি চলছে। ফেরিগুলোতে ঢাকামুখী যাত্রীর চাপ বেশি। কারও মধ্যে মাস্ক ব্যবহারে তেমন সচেতনতা দেখা যায়নি। যাত্রীরা কয়েকগুণ বেশি ভাড়া গুণে বরিশাল, পটুয়াখালী, খুলনা, ফরিদপুর, মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে বিভিন্ন হালকা যানবাহনে ঘাটে আসছেন।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, নৌরুটে সকাল থেকে আটটি ফেরি চলছে। পণ্যবাহী ট্রাকের পাশাপাশি জরুরি যানবাহন পার করা হচ্ছে। যাত্রীবাহী কোনো যানবাহন পার হতে দেয়া হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *