কত আসনে ইভিএমে ভোট, জানা যাবে জানুয়ারিতে

কত আসনে ইভিএমে ভোট, জানা যাবে জানুয়ারিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদ নির্বাচনে কতটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে, সে সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই জানা যাবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ অফিস কক্ষে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, কত আসনে ইভিএমে ভোট হবে তার সিদ্ধান্ত জানুয়ারির মধ্যেই হবে। এখন যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০টি আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করে কি পরিমাণ বাজেট পেলাম তার ওপর।

২০২৩ সালের জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। তবে, ফেব্রুয়ারিতে বাজেট পেলে হবে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *