কথা রেখো | মো. আরিফুল হাসান

কথা রেখো | মো. আরিফুল হাসান

কথা রেখো | মো. আরিফুল হাসান

প্রেমহীন পৃথিবীতে
যদি কেউ ডাকে ‘প্রিয়’
সাড়া দিও, সাড়া দিও

যদিও সন্ধ্যা আজ
ছেয়ে গ্যাছে সমস্ত আকাশ
উদাস অবেলায় হারিয়েছে
সুর, নূপুরের ধ্বনি।
তবুও মুখোমুখি বসে
চোখে রেখে চোখ
যদি ভালো লাগে
বুকে বাজে সুখ
বুঝে নিও
সাড়া দিও, সাড়া দিও

এখোন তো প্রহেলিকা
চারিদিকে আলেয়ার আলো
বসন্ত কেনা যায় মোড়ের দোকানে
চায়ের সাথেই চলে ঠোঁটের বিতান।
তবু যদি মনে লাগে রং
যদি কোনো কথা ভাসে মনে
আনমনে যদি ভুল হয়
কানে কানে তাকে বলে দিও
সাড়া দিও, সাড়া দিও

যদিও দ্যাখছো এক সমুদ্র তুফান
ঝড়ো মেঘ উড়ে চলে নীলে
আকাশে লেগেছে কোনো তাণ্ডব লীলা
পৃথিবীতে লুহু ঢেউ খেলে।
তবুও মধুর কোনো ক্ষণে
যদি কোনো অচেনা শহরে
হাতে হাত রেখে বলে সে-
“ভালোবাসি তোমাকেই, প্রিয়”
সাড়া দিও, সাড়া দিও

যদিও গোলাপের বাগানে এখোন
চাষ হয় রাশি রাশি কাঁটা
রংধনু মুছে গ্যাছে ঈশাণ আকাশে
বাতাসে ভাসছে শুধু কার্বন শিশা।
তবু যদি কারও এলো চুল
আঁচলটা উড়ে এসে লাগে
খুব কাছে বসে যদি কেউ
কবিতার মতো ভালোবাসে
তবে তার হৃদয়ের নীড়ে
হৃদয়ের ডালা নিয়ে যেও
সাড়া দিও, সাড়া দিও

যদিও অবিশ্বাসী এখোন সময়
পাতা নেই আর কোনো গাছে
পাখিরা উড়ে না আর মেঘের ভেতর
ভালোবাসা মরে গ্যাছে কবে।
তবুও চোখের কোণে যদি
অজান্তেই চলে আসে পানি
নিঃশ্বাস ভারী হয়ে যায়
বাঁচা হয় আশ্চর্য দায়
ডেকে নিও
সাড়া দিও, সাড়া দিও

২০.০৩.২০১৮ সন্ধ্যা, ডিসি রোড, রেইসকোর্স, কুমিল্লা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *