পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীর জনজীবন। সোমবার (৩০ জানুয়ারি) দিনের বেলায়ও সড়কে ছোট যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া সকাল থেকে দূরপাল্লার গাড়ি চলতে দেখা যায়নি। কোথাও কোথাও দেখে মনে হয়েছে ধোঁয়া উড়ছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এখন উপকূলের তাপমাত্রা ১৪-১৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশার তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা আছে, যা আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকবে।
গত তিন দিন ধরে সন্ধ্যা থেকে দিনের অর্ধেক পর্যন্ত ঘন কুয়াশার তীব্রতা ছিল। কুয়াশার চাদর ভেদ করে দুপুর ১১-১২টার সময় সূর্যের দেখা মেলে। এ ছাড়া শেষ রাতের দিকে মনে হয় যেন বৃষ্টি ঝরেছে। কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে যানবাহনগুলোকে। দুর্ঘটনা এড়াতে ছেড়ে যায়নি দূরপালার বাসগুলো, বেতাগী বাসস্ট্যান্ডে অপেক্ষায় আছে কুয়াশা কমার।
এদিকে সন্ধ্যার পর থেকে ছিন্নমূল অসহায় মানুষ ফুটপাতে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের রিকশাচালক বিমল পরামানিক বলেন, ‘মোগো ভাই শীত আর ঘন কুয়াশা অইলোও প্যাডের দায়ে রিকশা চালাতে অইবে। কিস্তিও আছে, ছেলে-মেয়ে খাওন এই রিকশা চালাইয়া জোগাড় করতে অয়।’