নম্ফোদ্র দিলাওয়ার
- হারিয়ে যাবো
হঠাৎ কোথাও যেনো পাতা পড়া শব্দ
কোথাও যেন গোঙানি নগ্ন গাছেদের
কোথাও যেন বিরহী সুর বাতাসের
হঠাৎ যেন হৃদয় নিরব, নিস্তব্ধ!
উদয় হলো ডাঙায় যেন মৎস্য যুদ্ধ
হয়ত যেন বেজে গেল হুইসেল বাসের
মনে হলো চাঁদ আছে, চাঁদনী নেই ঢের
কেনো যেন কান্না পেল কণ্ঠ হলো রুদ্ধ!
সভ্যতা ডানা পেয়েছে, বাষ্পে ওড়ে শূন্যে
আমাদের চোখে পাপ, দ্যাখো জমা পুণ্যে।
শিশুদের ভাঙা ভাঙা-ঠোঁট-কাঁপা বোল-
ময়না-ফিঙে-শুক পাখি দেখবো ফের ফিরে
প্রেয়সীর হাসিমুখে পড়ে যাওয়া টোল
আমরা হারিয়ে যাবো হারাবার ভিড়ে।
- কথারা বিষধর হয়ে গেলে
কোনো একদিন ভোরে
কথারা যদি বিষধর হয়ে যেত!
কুমেরু হতে পৃথিবীর পথে পথে হেঁটে
ছড়িয়ে পড়তো কথারা;
সন্ধ্যায় সুমেরুতে তাঁবু ফেলতাম।
ততক্ষণে পৃথিবী প্রাণীশূন্য হয়ে যাবে,
পরম-আনন্দে ফোটাতাম ফুল নির্জনে।
ফের জেগে যেতো লোকালয়,
আমি আপনি না হয় প্রথম মানুষ আদম-হাওয়া …
- শিশমহল
দুটো চোখ; প্রতিবন্ধক শিশমহল।
সমুখে ঔজ্জ্বল্য বিহঙ্গের নাচন।
বিমুগ্ধ হৃদয়, স্পর্শের মত্ততায় থরথর ভুজ বাধাগ্রস্ত।
শুধু দেখে যাও, অনুভূত হও; কল্পনা-জল্পনা কর
তবে সাবধান,
ছুঁতে যেও না;
বিমুগ্ধতার উন্মাদনায় ভেঙ্গো না শিশমহল,
লোকে মন্দ বলবে।