কবি ও কবিতার সঙ্গে এক সন্ধ্যা

কবি ও কবিতার সঙ্গে এক সন্ধ্যা

ডাক দিয়ে যাই । লাবীব আবদুল্লাহ

কবি ও কবিতার সঙ্গে এক সন্ধ্যা

লৌহিত্যের তীরে৷ একটি ভ্যালি৷ প্রিয় কবি সানোয়ার রাসেল কবিতা আবৃত্তি করলেন স্বরচিত কবিতা৷ অন্ধ মুসাফিরসহ গল্প ও কবিতার বই রয়েছে বাজারে৷ কফি ও আলু ভাজি ফ্রান্স ফ্লাই! টেবিলে৷ কিছু আলো অন্ধকার বেশী৷ কবির খাদিজা কবিতায় আলো রয়েছে৷ তিনি সেই কবিতাটি পাঠ করলেন৷ আমি উদ্বাস্তু শিবিরে বা ডেরায় দশ টাকায় কফি খরিদ করে তিনজনে পান করি কিন্তু এই ভ্যালিতে কফি ৭০ টাকা এক কাপ! কোল্ড ও হট কফি৷ প্রিয় মাওলানা আবু তাসনীম উমাইর কয়েকটি বই হাদিয়া নিয়ে এসেছেন৷ একটি পুরোটা নজর দিতে হবে৷ ভাষাগত ও বিষয়গত দিক পড়তে হবে৷ তিনিও কবি ও কবির বৈঠকে থাকলেন অনেক্ষণ৷

কবি কাজী নাসির মামুনের সৃজন ও কাব্যভাবনার সাথে আমার নতুন পরিচয়৷ ঘরভরা বইপত্র৷ আল্লামা রুমির কবিতা নিয়ে পরিচয় শুরু হলেও এখন কবিতার নানা বিষয়ে গল্প করি৷ সম়দ্ধ হই আমি৷ তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক৷ কবি৷ প্রকাশিত বই ইংরেজিতেও অনূদিত৷ তিনি কবি ও কবিতার বৈঠকে এলেন৷ বৈঠক সরব তখন৷ আরও দুই মেহমান যাদের লেখালেখির সঙ্গে নতুন পরিচয়৷ কাজী নাসির মামুন সনেট লিখেন৷ কবিতায় রৌদ্রময় দুপুর ও গ্রামীন জীবনের ছবি থাকে৷ সানোয়ার রাসেল ভাইয়ের কবিতায় বাকবদল ইদানিং৷ প্রেম ও প্রকৃতির বয়ান থাকে৷ উচ্চারিত হয় দ্রোহ ও প্রতিবাদও ৷ বিশ্বাসদীপ্ত কবিতা৷ কাজী নাসির ভাইয়ের কবিতায় যাপিত জীবন ও ওপারের উদযাপন প্রাসঙ্গ থাকে ইদানীং৷ কবি রুমী পাঠ করছেন তিনি মার্কস ও লেলিনও পাঠ করেছেন এক সময়৷ নানা বিষয়ে কবির পাঠ আমাকে মুগ্ধ করে৷ সানোয়ার রাসেল রাকীম ও হেরার তোরণের কথা বলেন কবিতায়৷ সময়ের কথা বলেন, স্বপ্নের কথাও৷

আমরা সংসারী৷ আমি কবিতার সমঝদার নই তবে কবিতা ভালো লাগে৷ কাব্যময় ও ছন্দময় জীবন ভালো লাগে৷ আলাপে আলাপে ভ্যালির বাত্তি বন্ধ! লৌহিত্যের তীর থেকে ঘরে, আপন নীড়ে৷ আমি ডেরায়৷ উদ্বাস্তু শিবিরে৷ আমি রাত জেগে গল্প করলাম আজ কাগজ ও কলমে৷ করোনাকালে লৌহিত্য তীরে কবি ও কবিতার সাথে এই সন্ধ্যা মনে থাকবে৷

ভালোবাসা কবি সানোয়ার রাসেল, কবি কাজী নাসির মামুনের প্রতি৷ কাজী শহীদ ভাইয়ের ইংরেজির ছাত্র হতে হবে আমার৷ তিনিও বৈঠকে ছিলেন৷ উচ্চারণ চমৎকার৷

আমার ডেরায় দুই কবির জেফত তবে কফি মাত্র দশ টাকায়৷ ৭০ টাকা কাপ নয়! মানুষ কফি খায় ৭০ টাকায় মগর ৭০ টাকা বইয়ের জন্য বরাদ্দ করতে চায় না৷ বই ও পাঠ না হলে জীবন সুন্দর ও সমৃদ্ধ হয় না৷ টাকা বাচিয়ে হলেও বই কিনো হে তরুণ সমাজ৷

বই মনের খোরাক, বই মনে শক্তি তৈরি করে৷ কবিতা মনে ভাব ও ভাবনা জাগ্রত করে৷ জীবন হোক কবিতার মতো ছন্দময়৷গতিময়

লেখক : মাদরাসা শিক্ষক ও কলামিস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *