নিজস্ব প্রতিবেদক ● প্রতিষ্ঠার পর দশক পেরিয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। বুধবার অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি থাকবেন বলে জানান প্রক্টর মো. জাহিদুল কবীর। তিনি মঙ্গলবার বলেন, প্রথম সমাবর্তনে ১৩৯৯ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৯ জনকে দেওয়া হবে স্বর্ণপদক। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে সাজ সাজ রব। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণোচ্ছলতা। উপাচার্য মোহীত উল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন করতে পেরে শিক্ষার্থীদের মতো আমিও আনন্দিত।
শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটাই থাকে এমন একটি সমাবর্ত ঘিরে। ২০০৬ সালে কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠিত হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’। ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নানসহ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সমাবর্তন অনুষ্ঠানে থাকবেন বলে জানান উপাচার্য।