কবি হতে পারলেম কই | এম.আর.মনজু
কবি হতে পারলেম কই?
শৈশব কেটে গেলো
পড়ে পড়ে বই।
কবি হতে পারলেম কই?
লেখাপড়া শেষ করে
সরকারী কাজের মাঝে
যৌবন গেলো ঐ।
কবি হতে পারলেম কই?
তারপর বিয়ে করে
বউকে এনে ঘরে
রোগে শোকে দিন কাটে
খেয়ে চিড়া দই।
কবি হতে পারলেম কই?
আদু ভাই হয়ে তাই
ছড়াতেই বলে যাই
যতোদিন বেঁচে থাকি
পড়ে যাবো বই।