পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগের দিনের চেয়ে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি স্থানে সোমবার কম তাপমাত্রা দেখা গেছে। পাশাপাশি বৃষ্টি বেড়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশের ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমে বৃষ্টি আরও বাড়তে পারে। বর্তমানে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।