পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের নামাজ চলাকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগান প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে রকেট হামলায় জড়িত থাকার অভিযোগ কমান্ডারসহ তালেবানের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই এক অডিও বার্তায় জানান, পুলিশ রাজধানী কাবুলে অভিযান চালিয়ে কমান্ডার মমিনসহ চার তালেবান সদস্যকে গ্রেফতার করেছে।
স্তানিকজাই আরও জানান, মমিন রকেট হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। গ্রেফতার অন্যরাও হামলার সঙ্গে জড়িত ছিলেন।
ঈদুল আজহার দিন স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশে রকেট হামলার ঘটনা ঘটে। আফগান প্রেসিডেন্টের বাসভবনের পাশেই মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।
রকেট হামলার সময় প্রেসিডেন্ট আশরাফ ঘানি ঈদের নামাজ পড়ছিলেন বলে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে। রকেট হামলার পরও নামাজ শেষে প্রেসিডেন্ট বাসভবনের চত্বরে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন আশরাফ ঘানি।
ঈদের দিন সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত তিনটি রকেট হামলা চালানো হয় বলে স্তানিকজাই জানিয়েছিলেন।তবে ঈদের দিনের রকেট হামলার দায় কেউ স্বীকার করেনি।
সাধারণ ঈদে যুদ্ধবিরতির ঘোষণা দেয় তালেবার। তবে এবার আফগানিস্তানে অবস্থিত ১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং ন্যাটো তালেবানের কাছে ঈদে যুদ্ধবিরতির আহ্বান জানালে তা নাকচ করে দেয় তালেবান।