করোনা; ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ৩৪ জন

করোনা; ২৪ ঘন্টায় মারা গেলেন আরও ৩৪ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

এসময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭৩ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে।

রোববার (২৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টিতে।

করোনায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানোদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩১ জনের এবং বাড়িতে মারা গেছেন তিনজন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *