করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আমেরিকায়

করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আমেরিকায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমেরিকায় সােমবার (১৬ মার্চ) থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে যাচ্ছে। দ্যা ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বা এনআইএইচ’র তত্ত্বাবধানে ওয়াশিংটনের সিয়াটলের হেলথ রিসার্চ ইনস্টিটিউটে এক রোগীর ওপর পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পরে ৪৫ জন তরুণ ও স্বাস্থ্যবান ব্যক্তির ওপর পর্যায়ক্রমে প্রয়োগ করা হবে।

জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের তথ্য মতে- এক বছর থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে এই ভ্যাকসিন পূর্ণাঙ্গভাবে কার্যকর করে তোলার জন্য। ভ্যাকসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না, সেদিকই বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

বিশ্বের নানা ল্যাবরেটরিতে বেশ কয়েকটি রিসার্চ গ্রুপ কোভিড-১৯’র জন্য কার্যকর ভ্যাকসিন তৈরির কাজ করে যাচ্ছে। কিছু রিসার্চ গ্রুপ সাময়িক ভ্যাকসিনের জন্য কাজ করছে যা স্থায়ী ভ্যাকসিন তৈরির আগে মাস চারেক পর্যন্ত রোগীকে সুস্থ রাখবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র তথ্য অুনসারে- বিশ্বের ১৪৬টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৭৪৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৬৪৮ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজারের বেশি মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *