পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলন করবেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত শনিবার (৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বছর মোট হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারিভাবে হজ করতে যাবেন ১৭ হাজার ১৯৮ জন। এদিকে, আসন্ন মৌসুমের জন্য হজ প্যাকেজ-২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
হজ প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার টাকা, যা গত বছর ছিল ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা। প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা, গেল বছর ছিল ৩ লাখ ৪৪ হাজার টাকা। আর নতুন প্যাকেজ-৩-এর ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার টাকা।
বেসরকারি হজ প্যাকেজ প্রথম ৪ লাখ ২৫ হাজার, দ্বিতীয় ৩ লাখ ৬০ হাজার ও তৃতীয় ৩ লাখ ১৫ টাকা এবং সরকারিভাবে হজ প্যাকেজ ৩ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে। তবে আরেকটি কোম্পানি যুক্ত করার চিন্তা করা হচ্ছে।