করোনায় কুমিল্লায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৬৭

করোনায় কুমিল্লায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৬৭

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় নতুন করে আরও ৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৬৩৬ জনের। একই সঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭ জনে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৬ জন, চৌদ্দগ্রামের চারজন, বুড়িচংয়ের ছয়জন, লাকসাম ও বরুড়ার পাঁচজন করে, লালমাইয়ের দুইজন, আদর্শ সদরের তিনজন, মনোহরগঞ্জ, তিতাস, দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়ার একজন করে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আদর্শ সদর ও তিতাসে দুইজন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত মারা গেছেন ১৬৭ জন।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশনে ১৭ জন, ব্রাহ্মণপাড়ায় ছয়জন ও চান্দিনায় পাঁচজন সুস্থ হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১১৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *