করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু

করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে, যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে ৩ হাজার ৬৪৮ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

মঙ্গলবার (৩০ জুন) সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন মুখপাত্র ড. মুহাম্মদ আল আব্দুল আলি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সংক্রমণের দিক দিয়ে ১৫তম স্থানে থাকা দেশ সৌদি আরবে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৮২১ জন। এ পর্যন্ত মারা গেছেন এক হাজার ৬৪৯জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৭৬৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৫৮ হাজার ৪০৮ জন। এদের মধ্যে ২ হাজার ২৭৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটিতে এ পর্যন্ত করা ১৬ লাখ ৩৯ হাজার ৩১৪ টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

সূত্র: আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *