পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারির মধ্যে সৌদি আরবের ধিবা সমুদ্রবন্দরে রোববার প্রথম পর্যটকবাহী প্রমোদ তরী প্রবেশ করেছে। গ্রীষ্মকালে পর্যটক আসার ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে জ্বালানি তেল নেওয়ার জন্য জাহাজটি সেখানে গেছে।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ আবদুল্লাহ বন্দর, বাদশাহ আবদুল্লাহ অর্থনৈতিক শহর রাবিগ থেকে ইয়ানবু বাণিজ্যিক বন্দর হয়ে সানডালা দ্বীপে যাওয়া যাবে প্রমোদ তরীতে চড়ে।
এর আগে সৌদি আরবের পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ) ঘোসণা দেয়, ২৭ আগস্ট থেকে লোহিত সাগরে প্রমোদ তরী চলাচল করবে। এসব জাহাজ পাঁচ তারকা মানের এবং সেগুলোতে সুস্বাদু খাবার পাওয়ার কথাও জানানো হয়।
সূত্র : সৌদি গেজেট