করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১

করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬২১

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৬২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৭৫ জন।

২৪ ঘণ্টায় ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.১৪ শতাংশ। একদিনে এক হাজার ১৩২ জনসহ মোট ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *