পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিসরের প্রসিদ্ধ কারি শায়খ মুহাম্মদ আবদুল হালিম আরাফাত ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মিসর সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দাকাহলিয়া প্রদেশের তালখা শহরে মানসুরাহ মসজিদে তিনি ইমাম ও খতিব হিসেবে ছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল মাত্র ৩৭ বছর।
অত্যন্ত আকর্ষণীয় সুরে ও সুন্দর কণ্ঠে তেলাওয়াত করায় শায়খ মুহাম্মদ মুসল্লিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর ইন্তেকালের পর অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তেলাওয়াতের ভিডিও শেয়ার করেন।
জানা যায়, শায়খ আবদুল হালিম গত বছর থেকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শেষ সময়ে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। কিন্তু দীর্ঘ অসুস্থতার মধ্যেও তাঁর কোরআন তেলাওয়াত থেমে যায়নি।
পরিচিত মহলে শায়খ আবদুল হালিমের অনেক অবদান ছিল। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করেন। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও এতিম মেয়েদের বিয়ের ব্যবস্থা করতেন। তালখা শহরের একজন গুণী ব্যক্তিত্ব ছিলেন তিনি।
সূত্র : গালফ টুডে