করোনা-উপসর্গে কুষ্টিয়ায় আরও ১৯ জনের মৃত্যু

করোনা-উপসর্গে কুষ্টিয়ায় আরও ১৯ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৫ জন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে ২০৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬০ জন।’

মো. মেজবাউল আলম বলেন, ‘ কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮৪১ নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৯১ ভাগ। শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরে ৫২ জন, কুমারখালীতে ২৬ জন, দৌলতপুরে ৮৯ জন, ভেড়ামারায় ৩০ জন, মিরপুরে ৪৯ জন ও খোকসায় ১৪ জন।

জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৩ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৫ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০৪ জন। এ পর্যন্ত জেলায় ৮২ হাজার ৪৩ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৭৮ হাজার ৩০ জনের। বাকি নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *