করোনা টিকার বিধি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

করোনা টিকার বিধি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম ছিল— যদি কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চান তাহলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে।

তবে আগামী ১১ মে থেকে এ বিধি তুলে দিচ্ছে দেশটি। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে এ তথ্য।

এছাড়া কেন্দ্রীয় সরকারে কর্মী, ঠিকাদারদেরও করোনা টিকা নেওয়ার যে বাধ্যবাধকতা ছিল সেটিও তুলে দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে এক বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, ‘আজ (সোমবার) আমরা ঘোষণা করছি কেন্দ্রীয় সরকারের কর্মী, ঠিকাদার এবং আন্তর্জাতিক বিমান ভ্রমণকারীদের করোনা টিকা নেওয়ার বাধ্যকতা ১১ মে থেকে শেষ হয়ে যাবে। ওই একই দিন করোনার জরুরি অবস্থাও শেষ হবে।’

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া বিবৃতিতে দাবি করা হয়েছে পুরো দেশজুড়ে করোনার টিকা দেওয়া এবং কঠোর বিধিনিষেধ প্রয়োগের কারণে কয়েক লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে।

এদিকে এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তিনি চান যুক্তরাষ্ট্রে করোনার জরুরি অবস্থা তুলে নেওয়া হোক। এই জরুরি অবস্থা ঘোষণার পর যুক্তরাষ্ট্রে বিনামূল্যে টিকা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

সূত্র: এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *