পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের টিকা নেওয়ার পর সারা শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করা যেতে পারে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়াস্বরূপ জ্বর জ্বর ভাব, জ্বর, গা ও হাত-পা ব্যথা আসছে অনেকের। টিকা নেওয়ার পরে জ্বর এলে করণীয় সম্পর্কে জেনে নিন-
পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা নিচ্ছেন না?
করোনা টিকা নেওয়ার পর স্বাভাবিকভাবেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখে দিতে পারে। শরীর হালকা ব্যাথা করতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে টিকা নেওয়া থেকে বিরত থাকা কোনোভাবেই ঠিক উচিৎ না। বেশি ভয় পেলে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের ও পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবে টিকা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।
টিকা নেওয়ার স্থানে ব্যথা হলে করণীয়
করোনা টিকরা গ্রহণ করার পর ওই স্থানে অনেকেই ব্যাথা অনুভব করে থাকেন। অনেকের ব্যাথায় পেশী ফুলেও যেতে পারে। তবে চিন্তা করবেন না। ব্যথার স্থানে ঠান্ডা পানি বা আইসব্যাগ দিয়ে সেঁক দিন। এতে ব্যথা অনেকটাই কমে আসবে আশা করা যায়।
পেইনকিলার কি খাওয়া যায়?
সাধারণত করোনা টিকা নেওয়ার পর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তবে কারও কারও ক্ষেত্র হালকা ব্যথার সৃষ্টি হয়, কারও অনেক বেশি। তবে টিকা নেওয়ার পর আপনার ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে পারেন।
টিকার নেওয়ার পর অন্যান্য উপসর্গে করণীয়
করোনা টিকা নেওয়ার অনেকের জ্বর আসতে পারে। অনেকের শরীর ব্যাথা করতে পারে। এ সকল ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। এর পাশাপাশি প্রচুর পানি পান করা জরুরি। এতে শরীর ভেতর থেকে আর্দ্র থাকবে। খাবার খেতে হবে সঠিক পরিমাণে। এতে টিকার পরে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় অনেকটাই কমিয়ে দেবে। অসুস্থ বোধ করলে কিছুদিন বিশ্রাম করুন।